বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চান ইনডেক্সধারী শিক্ষকরা

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

আগামী ডিসেম্বরে প্রকাশিত হতে যাওয়া বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দাবি করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা। শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে দেরি হওয়া এ দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান বরাবর আবেদন করেছেন শিক্ষকরা।

আবেদনে শিক্ষকরা বলেছেন, ‘এনটিআরসিএর গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে বাড়ি থেকে বহু দূরে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছি। এরই মধ্যে বদলি নীতিমালা জারি হলেও বিভিন্ন জটিলতার কারণে বদলি কার্যক্রম চালু হয়নি। এমতাবস্থায় আমরা আমাদের পরিবার পরিজন এবং বাড়ি থেকে ৭০০-৮০০ কিলোমিটার দূরে কষ্টে দিনাতিপাত করছি।’

তারা জানান, ‘ইতিপূর্বে গনবিজ্ঞপ্তিতে এনটিআরসিএ কর্তৃক সনদ প্রাপ্ত ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ থাকলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ স্থগিত করা হয়। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ গনবিজ্ঞপ্তি পার হয়ে গেলেও আমরা বদলির জন্য জারিকৃত নীতিমালার সুবিধা পায়নি, গণবিজ্ঞপ্তিতে আবেদনও করতে পারিনি। আমাদের কষ্টের কথা বিবেচনা করে বিশেষ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি।’