এক জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ফের স্থগিত
- ২০ নভেম্বর ২০২৫, ১৬:০২
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত পরীক্ষা ফের স্থগিত করা হয়েছে। আগামী শুক্রবার (২১ নভেম্বর) পরীক্ষার দিন ধার্য থাকলেও অনিবার্য কারণবশত এটি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কফিল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২১ নভেম্বরের নির্ধারিত লিখিত পরীক্ষা সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনিবার্য কারণবশত: পুনরায় স্থগিত করা হলো। উক্ত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।
এতে আরও বলা হয়, এটি সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত অবহিত করা হলো। এতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের অনুমোদন রয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১১ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানানো হয়। পরবর্তীতে ১৩ নভেম্বর পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।
