প্রাথমিক শিক্ষক নিয়োগে পৌনে ৬ লাখ আবেদন, বাড়ছে না সময়
- ২০ নভেম্বর ২০২৫, ১২:৫৯
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগের আবেদন প্রক্রিয়া আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) শেষ হচ্ছে। এর আগে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, পৌনে ৬ লাখ চাকরিপ্রার্থী আবেদন করেছেন। এ আবেদনের সময় আর বাড়ানো হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রথম ধাপে ছয়টি বিভাগের জন্য মোট ১০ হাজার ২১৯টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৮ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর পর্যন্ত প্রথম ধাপের নিয়োগের জন্য ৫ লাখ ৭৬ হাজার আবেদন জমা পড়েছে। আরও একদিন সময় থাকায় এবং ফি জমা দেওয়ার অপেক্ষায় থাকায় এ সংখ্যা আরও লক্ষাধিক বাড়বে।
অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৫ লাখ ৭৬ হাজার আবেদনকারী টাকা পেমেন্ট করেছেন। আবার অনেকে আবেদন করেছেন, কিন্তু এখনও টাকা পেমেন্ট করেনি। যেহেতু টাকা পেমেন্টের জন্য ৭২ ঘণ্টা সময় থাকে, সেহেতু অনেকে একটু সময় নেন।’
আরও পড়ুন: ফের আন্দোলনের প্রস্তুতি শিক্ষকদের, অনিশ্চয়তায় প্রাথমিকের ফাইনাল পরীক্ষা
আবেদনের সংখ্যাটা আরও অনেক বাড়বে বলে জানান এ কর্মকর্তা। আবেদনের সময়সীমা বাড়ানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে অধিদপ্তর থেকে কোন আলোচনা হয়নি। সময়সীমা বাড়ানোর কোনো কারণও নেই, সুযোগও নেই।’
এর আগে গত ৫ নভেম্বর প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রথম ধাপের অন্তর্ভুক্ত বিভাগগুলো হলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হিয়। এ দুই বিভাগে শূন্য পদ রয়েছে ৪ হাজার ১৬৬টি।