তিন শর্তে ব্যবহার করা যাবে জবির উন্মুক্ত লাইব্রেরী
- ২০ নভেম্বর ২০২৫, ১২:৪৫
তিন শর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উন্মুক্ত লাইব্রেরী ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। বুধবার (১৯ নভেম্বর) জকসু নির্বাচন কমিশন অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জবি ক্যাম্পাসের উন্মুক্ত লাইব্রেরী তিন শর্ত সাপেক্ষে ব্যবহার করা যাবে।
শর্তগুলো হলো-উন্মুক্ত লাইব্রেরী ব্যবহারকারীগণ ক্যাম্পাসে অবস্থানকালীণ সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন বিধিমালা ২০২৫ ও জকসু নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলবেন ও জবির শৃঙ্খলা বিধিমালা মেনে চলবেন।
কেউ কোনো বিধি লঙ্ঘন করলে বা আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকান্ডে জড়িত হলে তার উন্মুক্ত লাইব্রেরী ব্যবহারের অনুমতি বাতিলসহ তার বিরুদ্ধে অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে; উন্মুক্ত লাইব্রেরী ৮ ডিসেম্বর পর্যন্ত ব্যবহার করা যাবে এবং ৯ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।