মুশফিকের শততম টেস্টে লিটনের দৃষ্টিনন্দন সেঞ্চুরি
- ২০ নভেম্বর ২০২৫, ১২:১৬
দেখেশুনেই খেলছিলেন, আগের দিনে অপরাজিত ৪৭ রান থেকে সকালের প্রথম ১০ মিনিটের মধ্যেই ফিফটি ছুঁয়ে ফেলেন। আর দায়িত্বশীল ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি ছুঁতে বেশিক্ষণ সময় নিলেন না লিটন দাস। ১৫৮ বল মোকাবিলায় পৌঁছান কাঙ্ক্ষিত তিন অঙ্কে। আর মিরপুর টেস্টে তার ইনিংস বাংলাদেশকে নিয়ে যাচ্ছে বড় রানের পথে।
এর আগে, অনন্য এক ইতিহাস রচনা করেন মুশফিকুর রহিম, শততম টেস্টে সেঞ্চুরি করেন মুশি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার, আর বিশ্ব ক্রিকেটের মাত্র ১১তম ব্যাটার হিসেবে এ কীর্তি গড়েন মিস্টার ডিপেন্ডেবল। মুশফিকের সেই স্মরণীয় শতরানের পর লিটনের সেঞ্চুরি যেন আরও এক নতুন ইতিহাস।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মধ্যাহ্নভোজের বিরতির কয়েক ওভার বাকি থাকতেই শতকের দেখা পান লিটন। ইনিংসটি ৭ চার ও ২ ছক্কায় সাজান উইকেটকিপার এই ব্যাটার।
মুমিনুল হকের বিদায়ের পর ক্রিজে নামেন লিটন। মুশি ও লিটনের ব্যাটে ভর করে প্রথম দিনশেষে স্কোরবোর্ডে যোগ হয় আরও ৯০ রান। দিনের শেষ মুহূর্তে মুশফিক ৯৯ আর লিটন ৪৭ রানে অপরাজিত ছিলেন।