মুমিনুলের বিদায়, মুশফিক-লিটনে এগোচ্ছে বাংলাদেশ

মুমিনুল হক-মুশফিক
মুমিনুল হক-মুশফিক © টিডিসি ফটো

প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও মিরপুর টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ। শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম ও অভিজ্ঞ মুমিনুল হকের দায়িত্বশীল ব্যাটিংয়ে এই সেশনে আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা।  তবে চা বিরতির পর আউট হয়েছে মুমিনুল হক। ১২৮ বলে ৬৩ রানের ইনিংস খেলেন তিনি। মুমিনুলের বিদায়ের পর ভালো শুরু করেছেন লিটন। এদিকে শততম ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। ১১৯ বলে ৫৯ রানে অপরাজিত আছেন তিনি।

দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ভালো শুরু দিলেও ৫২ রানে ভাঙে জুটি। ৪৪ বলে ৩৫ রান করে সাদমান ফিরে গেলে মুমিনুল নামেন ক্রিজে। এরপর দলীয় ৮৩ রানে ৮৬ বলে ৩৪ করা জয়ও বিদায় নেন। থিতু হতে পারেননি শান্তও, ১১ বলে ৮ রান করে ম্যাকব্রাইনের তৃতীয় শিকার হয়ে ফেরেন দলীয় শতরান পূর্ণ হওয়ার আগেই।

তবে বিপর্যয়ের পর পরিস্থিতি সামাল দিতে মুশফিক ও মুমিনুল দারুণ ভূমিকা রাখেন। প্রথম সেশনে তিন উইকেটে দলের সংগ্রহ ১০০ রানে থামলেও দ্বিতীয় সেশনে আইরিশ বোলারদের ওপর পুরোপুরি আধিপত্য দেখান দুজন। তারা দুজনই দৃঢ়তায় অপরাজিত থাকেন।

আইরিশদের হয়ে এখন পর্যন্ত অ্যান্ডি ম্যাকব্রাইন একাই তিনটি উইকেট নিয়েছেন।