দু'বার জীবন পেয়ে মুমিনুলের ফিফটি

মুশফিয-মুমিনুলের জুটি
মুশফিয-মুমিনুলের জুটি © সংগৃহীত

প্রথম সেশনে ঝোড়ো ব্যাটিংয়ে এক শ রান তুললেও দ্বিতীয় সেশনে সতর্ক ব্যাটিংয়ে মন দেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। এতে ইনিংসের ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ১৫৬। এর কিছু পরই হাফ-সেঞ্চুরি স্পর্শ করেন মুমিনুল। টেস্ট নির্ভার এই ব্যাটারের ক্যারিয়ারের ২৪তম অর্ধশতক এটি। অবশ্য, ৯২ বলে স্লিপে ক্যাচ তুলে দিলেও সেই সুযোগ হাতছাড়া করেন ফিল্ডার। শেষ পর্যন্ত ৯৩ বলে আসে তার হাফ সেঞ্চুরি। এর আগে, ২৩ রানেও একবার জীবন পেয়েছিলেন তিনি।

দিনের অন্যতম সেরা স্পিনার ম্যাকব্রাইনের বলে সুইপ খেলতে গিয়ে মুমিনুল মিডউইকেটে ক্যাডে কারমাইকেলের হাতে ক্যাচ দিয়েছিলেন, কিন্তু সেবারও বেঁচে যান তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৮ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৭৮ রান। ক্রিজে থাকা আরেক ব্যাটার মুশফিকও ফিফটির আশা জাগাচ্ছেন।