বিজয় দিবসে এবারও কুচকাওয়াজ হচ্ছে না, তবে...
- ১৯ নভেম্বর ২০২৫, ১৪:০১
চলতি বছরও মহান বিজয় দিবসে কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে এ বছর আগের বারের চেয়ে বেশি কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।
বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবসের নিরাপত্তা–সংক্রান্ত এক সভা শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার মামলার রায়ের পর বা বিজয় দিবস উদযাপন নিয়ে কোনো ধরনের নাশকতা-অস্থিরতার শঙ্কা নেই। বিজয় দিবস আগে যেভাবে পালন হয়েছে এবারও একইভাবে হবে। আগের চেয়ে এবার আরও বেশি কর্মসূচি পালন হবে। তবে গতবারও প্যারেড হয়নি, এবারও প্যারেড হচ্ছে না।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছর বিজয় দিবসের দিন কুচকাওয়াজের অনুষ্ঠান হয়নি। এর পরিবর্তে সারা দেশে বিজয় মেলা আয়োজন করা হয়েছিল।