১৯তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবি
- ১৯ নভেম্বর ২০২৫, ১২:৪২
১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন ১৯তম নিবন্ধনপ্রত্যাশীরা। এনটিআরসিএ-র নীতিমালা অনুযায়ী প্রতিবছর একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করার কথা থাকলেও ১৮তম সার্কুলারের পর থেকে আর নতুন সার্কুলার প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেছেন তারা।
বুধবার (১৯ নভেম্বর) এ দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। ১৯তম বিজ্ঞপ্তি প্রত্যাশীদের পক্ষে মো. মামুন মিয়া, মো. তৌহিদ মিয়া এবং মো. সজিব মিয়া এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে বিজ্ঞপ্তিপ্রত্যাশীরা জানান, দীর্ঘ বিলম্বের কারণে বহু প্রার্থীর বয়সসীমা অতিক্রম করছে, ফলে তারা আবেদন করার সুযোগ হারাচ্ছেন। এতে বেকারত্ব বাড়ছে এবং একই সঙ্গে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক সংখ্যক পদ শূন্য থাকায় শিক্ষাকার্যক্রম বিঘ্নিত হচ্ছে। লক্ষাধিক পদ শূন্য থাকার পরও সার্কুলার প্রকাশ না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট আরও প্রকট আকার ধারণ করছে।
আরও পড়ুন: বুয়েটের ৭ বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
১৯তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে এবং যোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ দিতে দ্রুততম সময়ে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করা জরুরি। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এনটিআরসিএর চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আবেদনটির অনুলিপি প্রধান উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর মহাপরিচালকের দপ্তরে পাঠানো হয়েছে।