রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ২
- ১৯ নভেম্বর ২০২৫, ১২:৩৯
রাজধানীর মিরপুরের পল্লবীতে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা মামলায় এজহার নামীয় আসামিসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৪।
আজ বুধবার (১৯ নভেম্বর) র্যাব-৪ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত আসামিদের নাম পরিচয়সহ বিস্তারিত তথ্য বিকেলে ব্রিফিং করে জানাবে বললে র্যাব।
এর আগে, সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পল্লবী সেকশন-১২-এর ব্লক-সি এলাকার ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ দোকানে বসে ছিলেন গোলাম কিবরিয়া। তখন প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তাকে।
আরও পড়ুন: যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা, যা বলছে পুলিশ
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হেলমেট পরা তিনজন মোটরসাইকেলে এসে সরাসরি দোকানে ঢোকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা কিবরিয়াকে লক্ষ করে খুব কাছ থেকে মাথা, বুক ও পিঠে উপর্যুপরি সাত রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ কিবরিয়া মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে পালানোর সময় আশপাশের লোকজন একজনকে আটক করতে সক্ষম হয়।
গুরুতর আহত অবস্থায় কিবরিয়াকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, এটি রাজনৈতিক দ্বন্দ্বের কারণে সংঘটিত পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার করতে হবে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আটক দুর্বৃত্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এখনো কোনো মামলা হয়নি, তবে নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
পল্লবী থানার ওসি মো. মফিজুর রহমান বলেন, ‘জনগণের সহায়তায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মাধ্যমে অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনা দলীয় কোন্দল নাকি অন্য কিছু—তদন্তে সব বেরিয়ে আসবে।’