মুশফিককে সংবর্ধনায় যেসব আয়োজন করেছে বিসিবি
- ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৪
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টা থেকে ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ দিয়েই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ দলে নির্ভরযোগ্য এই ব্যাটারকে সংবর্ধনা দিতে বিশেষ আয়োজন করেছে বিসিবি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মুশফিকের শততম টেস্ট উপলক্ষে ঠিক কোন কোন ধাপে তারা সম্মাননা দেবে।
বিসিবির সময়সূচি অনুযায়ী—
৯টা ১৬ মিনিটে মাঠে ঢুকবে বাংলাদেশ দল।
৯টা ১৭ মিনিটে মুশফিককে বিশেষ টুপি পরিয়ে দেবেন হাবিবুল বাশার সুমন।
৯টা ১৯ মিনিটে আকরাম খানের বিশেষ নকশার আরেকটি টুপি তুলে দেওয়া হবে মুশফিকের হাতে।
৯টা ২০ মিনিটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মুশফিককে বিশেষ ক্রেস্ট দেবেন।
৯টা ২১ মিনিটে মুশফিককে দুইটি অটোগ্রাফসমৃদ্ধ জার্সি দেওয়া হবে—একটি তাঁর প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার সুমনের কাছ থেকে, আরেকটি দেবেন বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৯টা ২২ মিনিটে বক্তব্য দেবেন শান্ত।
৯টা ২৩ মিনিটে কথা বলবেন মুশফিকুর রহিম।
৯টা ২৪ মিনিটে হবে গ্রুপ ফটো।
৯টা ২৫ মিনিটে মাঠে নামবে দল।