ক্লাউডফ্লেয়ার ডাউন
চ্যাটজিপিটি, এক্সসহ অনেক ওয়েবসাইটও খুলছে না
- টিডিসি রিপোর্ট
- ১৮ নভেম্বর ২০২৫, ১৯:৫৭
মঙ্গলবার বিকেলে বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন মানুষ। চ্যাটজিপিটি, এক্স, লেটারবক্স, ক্যানভা, উবারসহ বিশ্বের বেশ কয়েকটি প্রধান ওয়েবসাইট এবং অনলাইন অ্যাপ্লিকেশন অচল হয়ে পড়েছে। অনেকেই প্রথমে ভেবেছেন, হয়তো তার ব্যক্তিগত ইন্টারনেট সংযোগের সমস্যা হচ্ছে। কিন্তু এর কারণ বিশ্বজুড়ে ঘটে বড় ধরনের ইন্টারনেট বিপর্যয়।
এই ইন্টারন্টে বিভ্রাটের মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে ক্লাউডফ্লেয়ারের সিস্টেমে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি। ইন্টারনেটের কন্টেন্ট ডেলিভারি ও সুরক্ষা পরিষেবার এক বড় অংশ রয়েছে ক্লাউডফ্লেয়ারের নিয়ন্ত্রণে। এ কারণে তাদের সিস্টেম ব্যর্থ হলে তার প্রভাব কোনো একটি পরিষেবার মধ্যে আটকে থাকে না। তাদের পরিকাঠামোর ওপর নির্ভরশীল সব প্ল্যাটফর্মেই তার প্রভাব পড়ে।
এদিন বাংলাদেশসহ বিশ্বব্যাপী হাজার হাজার ইন্টারনেট ব্যবহারকারী ভোগান্তির শিকার হওয়ার পর এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ক্লাউডফ্লেয়ার। তারা জানিয়েছে, তাদের সিস্টেমে একটা সমস্যা হয়েছে। যার সম্ভাব্য প্রভাব পড়েছে তাদের বহু গ্রাহকের ওপরে। পরিষেবাগুলো দ্রুত পুনরুদ্ধার করার কাজ চলছে।
ইন্টারনেটের যেকোনো বিভ্রাট ট্র্যাক করে ‘ডাউনডিটেক্টর’। এ সংস্থা জানিয়েছে, বিকেল ৫টার ২০ পর্যন্ত শুধু এক্সের ক্ষেত্রেই ৫ হাজার ৬০০টির বেশি সমস্যার রিপোর্ট জমা পড়েছে। এমনকি ডাউনডিটেক্টরের নিজেদের ওয়েবসাইটও প্রথমে লোড হতে সমস্যা হচ্ছিল। কারণ তারাও ক্লাউডফ্লেয়ারের ওপরে নির্ভরশীল।
তবে এ ঘটনায় একটি অন্য আলোচনা শুরু হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের একাংশ জানিয়েছেন, ইন্টারনেট অল্পসংখ্যক মূল সরবরাহকারীর ওপরে নির্ভরশীল হয়ে পড়েছে। এ ঘটনা আরও একবার প্রমাণ করল, ফলে যেকোনো মুহূর্তে এমন বিপর্যয় হতে পারে।