ভারত ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে চমক, নেই জামাল
- ১৮ নভেম্বর ২০২৫, ১৯:৪৮
ঘরের মাঠে ভারতের বিপক্ষে সমিত সোমকে নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। এছাড়া চোট থেকে ফেরা মিডফিল্ডার শেখ মোরসালিনও একাদশে ফিরেছেন। তবে জামাল ভূঁইয়া ও জুনিয়র সোহেল রানা জায়গা হারিয়েছেন।
অবশ্য, প্রত্যাশিতভাবেই হামজা চৌধুরী খেলছেন। দেশের জার্সিতে তার সপ্তম ম্যাচ এটি। আগের ম্যাচেই নেপালের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। আজও লেস্টার সিটি তারকার দিকে তাকিয়ে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
এদিকে চার ম্যাচ শেষে ‘সি’ গ্রুপে দুই দলেরই সংগ্রহ চার পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে বাংলাদেশ, আর তলানিতে ভারত। তাই আজকের ম্যাচ শুধু পয়েন্ট নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়া ও মর্যাদা রক্ষার লড়াইও।
এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২৯ বার। ভারত জিতেছে ১৩ ম্যাচ, বাংলাদেশ তিনটি, আর ১৩টি ম্যাচ ড্র হয়েছে।
সবশেষ দেখা হয়েছিল চলতি বছরের মার্চে শিলংয়ে, সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ভারত সর্বশেষ বাংলাদেশে খেলেছিল ২০০৩ সালে ঢাকায় সাফ গোল্ড কাপে, যেখানে স্বাগতিক বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে। সবমিলিয়ে ২২ বছর পর আবার বাংলাদেশে ফিরছে ভারত, যা এই লড়াইয়ে নতুন উত্তাপ যোগ করেছে।
একাদশ:
গোলরক্ষক: মিতুল মারমা।
রক্ষণভাগ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন।
মধ্যমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত শোম ও শেখ মোরসালিন।
আক্রমণভাগ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।