নওগাঁ-৩ আসনের মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

মহাদেবপুর উপজেলা সদরে মাছ চত্বরে রবিউল আলম বুলেটের কর্মী-সমর্থকদের বিক্ষোভ
মহাদেবপুর উপজেলা সদরে মাছ চত্বরে রবিউল আলম বুলেটের কর্মী-সমর্থকদের বিক্ষোভ © টিডিসি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী উপজেলা) আসনে দলীয় মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের কর্মী-সমর্থকরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় মহাদেবপুর উপজেলা সদরে মাছ চত্বরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

থানা বিএনপির সিনিয়র সহসভাপতি জাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন থানার বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ও আব্দুল হান্নান, মহাদেবপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান চৌধুরী দুলাল, হাতুঁড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল বিশ্বাস এবং সফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল আলমসহ অন্যরা। এ সময় মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘উপজেলার সিংহভাগ মানুষ মহাদেবপুর উপজেলা থেকে এমপি দেখতে চান। বিপদের সময় ধানের শীষের প্রার্থীদের রেখে গা ঢাকা দিয়েছিল। আওয়ামী লীগের সঙ্গে আতাত করে চলেছিল সুযোগ সন্ধ্যানীরা। তারা এখন দলের জন্য মায়া কান্না করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করা হচ্ছে। অন্যথায় এ আসনটি বিএনপির জন্য ভরাডুবি হতে পারে। মনোনয়ন পরিবর্তন না হলে রাজপথ ছেড়ে না যাওয়ার ঘোষণা দেন বক্তারা।’

থানার বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট বলেন, ‘প্রিয় নেতা আজকে বলতে হয় কি করলে আমরা পাস করতে পারব। রাতে জঙ্গলে লুকিয়ে থাকতে হয়েছে। এতো কিছুর পরও কি পরীক্ষা দিতে হবে। আর কত জেল-হাজতবাস করলে, নেতাদের আগলে রাখলে বিপদ-আপদে পাশে থাকলে মনোনয়ন পাব। কত আন্দোলন সংগ্রাম করেছি মহাদেবপুর উপজেলার পিচঢালা পথ ও ইট পাথরের ঘরবাড়ি বলতে পারবে।’

তিনি বলেন, ‘অন্য কারও জন্য আমরা যদি ধানের শীষের ভোট চাইতে জনগণের কাছে গেলে তারা মুখ ফিরিয়ে নেবে কি না, তা নিয়ে সন্দেহ হয়। আমার জন্য না হলেও উপজেলাবাসীর মুখের দিকে তাকিয়ে সদয় হয়ে তাদের চাওয়া পাওয়া পুরণ করার জন্য আপনার (তারেক রহমান) সুদৃষ্টি কামনা করছি। দলের কাছে অনুরোধ-মানুষগুলো পরিবর্তন দেখতে চাই। তাদের চোখের মুখের ও মনের কথা বুঝার অনুরোধ করছি। মনোনয়ন পুর্নবিবেচনা করার অনুরোধ করছি।’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা কখনো দল ছেড়ে যায়নি। গত ১৭ বছর অন্যায়-নির্যাতন সহ্য করে দলের কাছে নিজেকে বিলিয়ে দিয়েছি। বিএনপির সুনিশ্চিত বিজয়কে যারা ভুলুণ্ঠিত করতে চাই তাদের প্রতিহত করা হবে।’

সন্ধ্যায় এক মশাল মিছিল উপজেলা মাছ চত্বর থেকে বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য যে, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল। তিনি কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী থানা বিএনপির সভাপতি এবং বদলগাছী উপজেলার বাসিন্দা।