৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার আসনবিন্যাস দৈবচয়নে, প্রার্থীদের বিশেষ নির্দেশনা
- ১৮ নভেম্বর ২০২৫, ১৫:০৫
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) কেন্দ্রে প্রবেশ নিয়ে প্রার্থীদের বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দৈবচয়ন প্রক্রিয়ায় নিজ আসন এবং কক্ষ চিহ্নিত করা সময়সাপেক্ষ হওয়ায় সবাইকে ১৫ মিনিট আগেই হলে প্রবেশ করতে বলা হয়েছে। ৯টা ৪৫ মিনিটের পরে আর প্রবেশ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে পিএসসি।
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, পরীক্ষা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে হাজিরা তালিকায় পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে বিন্যস্ত করে এবং প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষওয়ারি দৈবচয়ন (Random) ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হয়েছে।
দৈবচয়ন (Random) প্রক্রিয়ায় নিজ আসন এবং কক্ষ চিহ্নিত করা একটু সময়সাপেক্ষ। এর পরিপ্রেক্ষিতে নিজ আসন এবং কক্ষ চিহ্নিত করার জন্য লিখিত পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। অর্থাৎ সকাল ৯.টা ৪৫ মিনিটের পর কোনও পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
আরও পড়ুন: পরীক্ষা পেছানোর দাবির মধ্যেই ৪৭তম বিসিএস লিখিতের নির্দেশিকা প্রকাশ
এতে আরও বলা হয়েছে, বিষয়টি প্রবেশপত্রে এবং পরীক্ষা পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনায় উল্লেখ রয়েছে। সুষ্ঠুভাবে লিখিত পরীক্ষা অনুষ্ঠান এবং হলের সুশৃঙ্খল পরিবেশ অক্ষুণ্ণ রাখার স্বার্থে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।