স্থগিত হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ
- ১৮ নভেম্বর ২০২৫, ১২:২৬
চলতি বছরের শেষদিকে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে যাওয়ার কথা বাংলাদেশ নারী দলের। তবে দেশটির কেন্দ্রীয় সরকারের অনুমোদন এখনও না পাওয়ায় অনিশ্চয়তায় টাইগ্রেসদের এই সফর।
এ নিয়ে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনীয় সরকারি অনুমোদন না মেলায় সিরিজটি নির্ধারিত সময় অনুযায়ী আয়োজন নিয়ে শঙ্কা জেগেছে।
এদিকে গত বছর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত নারী দল। এরও আগে ২০২৩ সালে মিরপুরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল সফরকারীরা।
এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘সিরিজটির জন্য এখনো সরকারের অনুমোদন পাওয়া যায়নি।’
জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজটি যদি অনুমোদন না পায়, তাহলে বিকল্প হিসেবে অন্য একটি সিরিজ আয়োজনের চেষ্টা করবে ভারত বিসিসিআই।