শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে রুয়েট, পদ ১১, আবেদন অনলাইনে

১০ পদে ১১ শিক্ষক-কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে রুয়েটে
১০ পদে ১১ শিক্ষক-কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে রুয়েটে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। প্রতিষ্ঠানটি ১০ পদে ১১ শিক্ষক-কর্মকর্তা নিয়োগে ১৫ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদনের পর হার্ডকপিও জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;
 
১. পদের নাম: সহযোগী অধ্যাপক;

বিভাগ: ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা;

আরও পড়ুন: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ‍নিয়োগ দেবে ডুয়েট, পদ ৩৫, আবেদন অনলাইনে

২. পদের নাম: সহকারী অধ্যাপক;

বিভাগ: যন্ত্রকৌশল বিভাগ;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা;

৩. পদের নাম: প্রভাষক;

বিভাগ: ইংরেজি;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;

৪. পদের নাম: তত্ত্বাবধায়ক প্রকৌশলী;

বিভাগ: পুরকৌশল;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা;

অোরও পড়ুন: শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বিইউপি, আবেদন নির্ধারিত ফরমে

৫. পদের নাম: ডেপুটি রেজিস্ট্রার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা;

৬. পদের নাম: উপপরিচালক;

বিভাগ: অর্থ ও হিসাব;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা;

৭. পদের নাম: উপপরীক্ষা নিয়ন্ত্রক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ২১৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

৮. পদের নাম: ডেপুটি চিফ মেডিকেল অফিসার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা;

৯. পদের নাম: ডেপুটি লাইব্রেরিয়ান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা;

১০. পদের নাম: মেডিকেল অফিসার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;

আরওে পড়ুন: পরিকল্পনা মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে নির্ধারিত ফরমেটে আবেদন করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদন ফরম ডাউনলোড করে দরকারি কাগজপত্রসহ সহযোগী অধ্যাপক পদের জন্য মোট ১০ সেট, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৮ সেট ও কর্মকর্তা পদের জন্য ২ সেট আবেদনপত্রের হার্ডকপি বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখায় জমা দিতে হবে। আবেদনপত্র পাঠানোর সময় খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৬০০ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৫;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: রুয়েটের অফিশিয়াল ওয়েবসাইট