বিবাহবার্ষিকীর দিনেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়
- ১৭ নভেম্বর ২০২৫, ১৬:২২
আজ ১৭ নভেম্বর (সোমবার)। শেখ হাসিনার ৫৮তম বিবাহবার্ষিকী। আজকের এই দিনেই জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে কার্যক্রম শুরু হয়। ৪৫৩ পৃষ্ঠার এই রায়ে ছয়টি অংশ রয়েছে। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার আগে হাসিনার বিবাহবার্ষিকীর দিনেই ফাঁসির রায় চেয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।
আরও পড়ুন: হাসিনার ফাঁসির রায়ে ৩২ নম্বরে সিজদায় লুটিয়ে পড়ল জনতা
ফেসবুক পোস্টে সালাউদ্দিন আম্মার লিখেছেন, ‘ধানমন্ডি-৩২ সুরক্ষায় সেনাবাহিনী অবস্থান করছে কোন পিরিতির কারণে? ছাত্র-জনতাকে বাধা দিচ্ছে তারা এবং বুলডোজার ঢুকতে দিচ্ছে না। শাহবাগ, টিএসসিসহ যেখানে যারা আছেন শিবির, দল, ইনকিলাব মঞ্চ সবাই ধানমন্ডি-৩২ এর দিকে যান। আজকেই ধুলোয় মিশিয়ে দিন ফেরাউনের পিরামিড।’
তিনি আরও লেখেন, ‘আরেকটা কথা মনে করিয়ে দিই, আজ হাসিনার বিবাহ বার্ষিকী আজকেই এই ফেরাউনের ফাঁসির রায় চাই।’
১৯৬৭ সালের ১৭ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ আলী মিয়া (সুধা মিয়া)। স্নাতকের ছাত্রী থাকা অবস্থাতেই বিয়ে হয় হাসিনার। ২০০৯ সালের ৯ মে তার স্বামী ওয়াজেদ ঢাকার স্কয়ার হাসপাতালে ৬৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। শেখ হাসিনা জন্ম গ্রহণ করেন ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর। তিনি ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।