মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায় পড়া শুরু
- ১৭ নভেম্বর ২০২৫, ১৩:১৯
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় পড়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় পাঠ শুরু করেন। প্যানেলের বাকি সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলায় পলাতক রয়েছেন শেখ হাসিনা ও কামাল। অন্যদিকে, সাবেক আইজিপি মামুন প্রিজনভ্যানে করে প্রায় এক বছর ধরে কারাগারে থাকলেও তিনি রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির ছিলেন। মামুনের সাক্ষ্যের ভিত্তিতে প্রসিকিউশন পক্ষ শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা দাবি করেছে।
এর আগে, সোমবার সকাল ৯টা ১০ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে প্রিজনভ্যানে করে মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।