শিক্ষক নিয়োগের শূন্য পদের চাহিদা নেওয়ার সময় জানাল এনটিআরসিএ

এনটিআরসিএ
এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। চলতি সপ্তাহে এ কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে।

রবিবার (১৬ নভেম্বর) এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের (ই-রেজিস্ট্রেশন) কার্যক্রম আগামীকাল সোমবার শেষ হচ্ছে। এটি শেষ হওয়ার পরপরই ই-রিকুইজিশনের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সোমবার টেলিটকের সঙ্গে সভা ডাকা হয়েছে। সভা করতে পারলে আগামী মঙ্গলবার অথবা আগামী বুধবার থেকে ই-রিকুইজিশনের কার্যক্রম শুরু হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ই-রেজিস্ট্রেশনের সময়সীমা আর বাড়ানো হচ্ছে না। আগামীকাল এ কার্যক্রম শেষ হবে। এরপর আমরা শূন্য পদের তথ্য সংগ্রহের প্রক্রিয়ায় চলে যাব। তবে এর আগে আমাদের টেলিটকের সঙ্গে সভা করতে হবে। আগামীকাল সকালে সভা ডাকা হয়েছে। তবে আগামীকাল শেখ হাসিনার মামলার রায় নিয়ে ঝামেলা হওয়ার শঙ্কা রয়েছে। টেলিটকের কর্মকর্তারা আসতে পারবেন কি না সেটি নিয়ে আমরা সন্দিহান। সভা হলে চলতি সপ্তাহ থেকেই শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করা হবে।’

এদিকে ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীরা শাহবাগে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১৬ হাজার প্রার্থীকে নিয়োগের দাবি তুলেছেন।

অবস্থান কর্মসূচি চলাকালীন আন্দোলনরত প্রার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় শাহবাগে এসে দাবি আদায়ে আল্টিমেটাম দেন প্রার্থীরা।