গাজীপুরে পেট্রোলবোমাসহ দুই যুবক আটক

পেট্রোলবোমাসহ আটক দুজন
পেট্রোলবোমাসহ আটক দুজন © টিডিসি

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পেট্রোলবোমাসহ দুই যুবককে আটক করেছে। ১৫ নভেম্বর রাত আনুমানিক তিনটার দিকে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে একটি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ রাহিম (২৫) ও সিয়াম মিয়া (২২)।

পুলিশ জানায়,  আটক ব্যক্তিরা পেট্রোলবোমা বহন করে নাশকতার পরিকল্পনায় ছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় বুধবার করা নাশকতা ও বিস্ফোরক আইনের মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা পেট্রোলবোমাটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশীদ জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা নাশকতা ঘটানোর জন্য এলাকায় অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।