ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে ভুয়া ফেসবুক আইডি

ভুয়া (বাম পাশে) ও প্রকৃত ফেসবুক (ডান পাশে) আইডি
ভুয়া (বাম পাশে) ও প্রকৃত ফেসবুক (ডান পাশে) আইডি © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের ছবি ব্যবহার করে তাঁর নামে কে বা কারা ফেসবুকে একটি ভুয়া আইডি খুলেছে। এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ রবিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ভুয়া আইডি থেকে অনেকের কাছে ‘ফ্রেন্ড রিকুয়েস্ট’ পাঠানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকার জন্য সকলের প্রতি অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, Niaz Ahmed Khan নামে উপাচার্যের একটি মাত্র ফেসবুক আইডি রয়েছে। তার ফেসবুক লিংক হলো: https://www.facebook.com/Khan.niaz.ahmed