মেহজাবিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর, ভিত্তিহীন বললেন অভিনেত্রী
- ১৬ নভেম্বর ২০২৫, ১৫:০৭
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত—এমন খবর ছড়িয়েছে গণমাধ্যমে। তবে বিষয়টিকে ভিত্তিহীন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন এই অভিনেত্রী।
পোস্টে তিনি লেখেন, অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন ‘মামলা’ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে। আমার সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ, দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতা-বিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।
এর আগে ছড়িয়ে পড়া খবরে বলা হয়, পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা নেওয়ার পর তা আত্মসাৎ, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।