লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী নিয়ে নৌকাডুবি, নিহত ৪

রেড ক্রিসেন্ট
রেড ক্রিসেন্ট © সংগৃহীত

লিবিয়ার উপকূলে ২৬ জন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা ডুবে চারজন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। খবর আল জাজিরা।

বিবৃতিতে সংস্থাটি জানায়, বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল-খুমসের কাছে নৌকাদুটি দুর্ঘটনা পড়ে। প্রথম নৌকায় ২৬ জন বাংলাদেশি ছিল বলে জানানো হয়েছে। এদের মধ্যে চারজন মারা গেছেন।দ্বিতীয় নৌকায় ছিলেন ৬৯ জন যাত্রী, যাদের মধ্যে দুইজন মিশরীয় এবং বাকিরা সুদানের নাগরিক। তাদের সবার অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি রেড ক্রিসেন্ট, তবে যাত্রীদের মধ্যে আটজন শিশু ছিল।

উদ্ধার কাজে লিবিয়ার কোস্টগার্ড ও আল-খুমস বন্দর নিরাপত্তা বিভাগ অংশ নেয়। মরদেহগুলো পরে স্থানীয় প্রসিকিউশনের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

মূলত অবৈধভাবে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাওয়ার জন্য বেশ পরিচিত এবং জনপ্রিয় রুট হচ্ছে লিবিয়া। ২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি ইউরোপগামী অভিবাসীদের ট্রানজিট রুটে পরিণত হয়। বর্তমানে সাড়ে ৮ লাখেরও বেশি অভিবাসী লিবিয়ায় অবস্থান করছে। গাদ্দাফির শাসনামলে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীরা তেলসমৃদ্ধ লিবিয়ায় কাজ পেত, কিন্তু তার পতনের পর থেকে দেশটি প্রতিদ্বন্দ্বী মিলিশিয়াদের সংঘাতে জর্জরিত হয়ে পড়েছে।

অধিকার সংগঠন ও জাতিসংঘ সংস্থাগুলো বলছে, লিবিয়ায় শরণার্থী ও অভিবাসীরা নিয়মিতভাবে নির্যাতন, ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হয়ে থাকে।