কারিগরি বোর্ডের খাতা পুনঃনিরীক্ষণ ফল বিকেলে
- ১৬ নভেম্বর ২০২৫, ১২:০৩
২০২৫ সালের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ফল আজ বিকেলে প্রকাশ করা হবে। রোববার (১৬ নভেম্বর) সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ।
তিনি বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের এখনো ফল প্রকাশ হয়নি। কাজ চলছে বিকেল নাগাদ ফল প্রকাশ করা হবে। বোর্ডের ওয়েবসাইটেই ফল পাওয়া যাবে।
এর আগে, গত ১৬ অক্টোবর সকাল ১০টায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।