রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

 বাসে আগুন
বাসে আগুন © সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে বেড়িবাঁধ সড়কে শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার কিছু আগে এ ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত এসে রাস্তার পাশে রাখা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো বাসটি পুড়ে যায়।

তিনি আরও জানান, আগুনে যাত্রী বা আশপাশের কেউ আহত হয়নি। ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের চিহ্নিত করতে তদন্ত চলছে।