রাজধানীতে ১৮০ মিনিটে পাঁচবার ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণ
ককটেল বিস্ফোরণ © ফাইল ফটো

রাজধানীর মিরপুর, হাতিরঝিল ও মৌচাক এলাকায় শনিবার (১৫ নভেম্বর) পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৭টা অর্থাৎ ১৮০ মিনিটের মধ্যে এ ককটেলগুলো বিস্ফোরণ ঘটে।

মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুরের বিআরটিএ এলাকার পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এটি কারা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১২ নম্বর মেট্রো স্টেশনের ১৭৯ নম্বর পিলারের কাছে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ সেখানে কড়া নিরাপত্তা জোরদার করেছে এবং তদন্ত শুরু করেছে।

এর আগে রাজধানীর হাতিরঝিলে একটি ককটেল বিস্ফোরিত হয়। হাতিরঝিলের মধুবাগ ব্রিজে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিস্ফোরণের কারণে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হাতিরঝিল থানার এসআই ফুয়াদ আহমেদ জানান, ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি।

এছাড়া বিকেল সাড়ে ৪টার দিকে মৌচাক উড়ালসড়ক থেকে নিচে মৌচাক ক্রসিং এলাকায় একটি ককটেল ছোড়া হয়। পুলিশ জানিয়েছে, কয়েকজন দুর্বৃত্ত উড়ালসড়ক থেকে নিচে ককটেল ফাটিয়ে দ্রুত পালিয়ে যায়। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।