কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
- ১৫ নভেম্বর ২০২৫, ১৮:৫৩
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেস্বর) সকালে বড় মৌলভীবাড়ি এলাকায় ঘটে যাওয়া এ দুর্ঘটনা দুটি পরিবারকে শোকে নিস্তব্ধ করে দিয়েছে।
নিহত শিশুেো হলো আব্দুল্লাহ (১) ও জোসনা আকতার (৮)। নিহত আব্দুল্লাহ কক্সবাজার পৌরসভার চরপাড়ার ইলিয়াসের ছেলে বলে জানা গেছে। আর জোসনা আকতার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড় বাগছড়ির কবির আহমদের মেয়ে।
জানা গেছে, শুঁটকি শুকানোর কাজে মজুরি ভিত্তিতে কাজের উদ্দেশ্যে ইলিয়াস ও তার স্ত্রী ওই এলাকায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন। ছোট শিশু আব্দুল্লাহকে দেখাশোনার সুবিধার জন্য ইলিয়াসের স্ত্রীর ভাইয়ের মেয়ে জোসনা আকতার তাদের সঙ্গে ছিল।
স্থানীয়রা জানান, সকাল বেলায় পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত আব্দুল্লাহ পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে জোসনাও পানিতে নেমে পড়ে। কিছুক্ষণের মধ্যে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।