‘নৌকা ছাড়া ভোট নয়’ আ.লীগের পেজের পোস্টার শেয়ার দেওয়া ইবি ছাত্রকে থানায় সোপর্দ
- ১৫ নভেম্বর ২০২৫, ১৬:১৯
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ফেসবুক পেজের একটি পোস্টার নিজের টাইমলাইনে শেয়ার দেওয়ায় সাগর আহমেদ নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রকে থানায় সোপর্দ করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, সম্প্রতি ‘নৌকা ছাড়া ভোট নয়’ শীর্ষক আওয়ামী লীগের ফেসবুক পেজের একটি পোস্টার শেয়ার দেন তিনি। পরে আজ শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন থেকে শিক্ষার্থীরা তাকে আটক করেন। পরে ইবি থানায় সোপর্দ করা হয়।
জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী সাগর আওয়ামী মতাদর্শের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও পতিত সরকারের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন পোস্ট করতে দেখা গেছে। সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন এবং নির্বাচন বর্জনের ঘোষণার সাথে #NoBoatNoVote হ্যাশট্যাগ দিয়ে তাকে একাত্মতা প্রকাশ করতে দেখা যায়। এসবের প্রেক্ষিতেই আজকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসলে তাকে আটক করা হয়।
জানতে চাইলে ইবি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন একজনকে আমাদের কাছে সোপর্দ করেছে। ছেলেটা এখনো আমাদের হেফাজতেই রয়েছে, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অন্যান্য প্রক্রিয়া চলছে, তার বিরুদ্ধে নিয়মানুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি শোনার সাথে সাথেই আমরা প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হই এবং অভিযুক্ত শিক্ষার্থীকে নিয়মানুযায়ী ইবি থানায় সোপর্দ করি। পুলিশ প্রশাসন পরবর্তীতে আইন অনুযায়ী তার ব্যাপারে ব্যবস্থা নেবে।