গোপালগঞ্জ-৩ আসনে এনসিপির প্রার্থী আরিফুল দাড়িয়া

মোঃ আরিফুল দাড়িয়া
মোঃ আরিফুল দাড়িয়া © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আরিফুল দাড়িয়া। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতা এবং গোপালগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তিনি ইতোমধ্যে গোপালগঞ্জের বিভিন্ন পাড়া-মহল্লায় জনসংযোগ শুরু করেছেন। স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়, সমর্থন সংগ্রহ এবং সংগঠনের কাঠামো সুসংহত করার কাজেই এই জনসংযোগ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন তিনি।

মোঃ আরিফুল দাড়িয়া বলেন, জনগণের সমর্থন নিয়েই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। উন্নয়ন, সুশাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার ধারাবাহিকতা অব্যাহত রাখতে এনসিপি ভূমিকা রাখতে চায় বলেও তিনি আশা প্রকাশ করেন।