মেসি-মার্তিনেজের গোলে জয় পেল আর্জেন্টিনা
- ১৫ নভেম্বর ২০২৫, ০১:৪৫
ফিফা প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলাকে ২-০ ব্যবধানে হারিয়ে সহজ জয়ই পেল আলবিসেলেস্তেরা। শুক্রবার (১৪ নভেম্বর) অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডার ১১ নভেম্বর স্টেডিয়ামে আয়োজিত এক প্রীতি ম্যাচে জয় পায় তারা। দলের হয়ে গোল করেন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস এবং অধিনায়ক লিওনেল মেসি।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই ম্যাচটি আয়োজন করেছিল অ্যাঙ্গোলা। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৯ কোটি টাকা খরচ করে তারা ঘরের মাঠে এ ম্যাচটির আয়োজন করে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে অ্যাঙ্গোলার অবস্থান ৮৯, যেখানে আর্জেন্টিনা শীর্ষেই রয়েছে।
ম্যাচের ৪৩তম মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে লাউতারো মার্তিনেজ গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। ৮১ মিনিটে লিড দ্বিগুণ করে আর্জেন্টিনা। মেসি বল নিয়ে একাই বক্সে ঢুকে পড়েন। সেখান থেকে কাটব্যাকে বল দেন লাউতারোকে। লাউতারো আবার পাস দেন মেসিকে, আর সেখান থেকেই গোল আদায় করেন বিশ্বচ্যাম্পিয়ন তারকা।