ভারতে পর্যটকদের বাসে চিতা বাঘের হামলায় আহত ১
- ১৪ নভেম্বর ২০২৫, ২২:২৩
ভারতের কর্ণাটকে সাফারিতে ঘুরতে যাওয়া পর্যটকদের একটি বাসে চিতাবাঘের হামলায় এক নারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজ্যের বানারঘাট্টা জাতীয় উদ্যানে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বানারঘাট্টা জাতীয় উদ্যানে বাসে করে সাফারিতে বের হয়েছিলেন ১২ জনেরও বেশি পর্যটক। সাফারির এক পর্যায়ে হঠাৎ বাসের সামনে চলে আসে একটি চিতাবাঘ। দৃশ্যটি দেখেই বাসচালক গাড়ি থামিয়ে দেন।
এরপর চিতাবাঘটি বাসের চারপাশে ঘোরাঘুরি করতে থাকে। কয়েকবার বাসে ওঠার চেষ্টাও করে। হঠাৎ এক লাফে জানালার দিকে উঠে এক নারী পর্যটকের হাতে থাবা বসায় এবং তার পোশাক টেনে ধরে। অন্য পর্যটকেরা চিৎকার করলে চিতাবাঘটি সরে যায়। আতঙ্কে দ্রুত জানালা বন্ধ করে দেন সবাই।
সৌভাগ্যবশত বাসের জানালার বাইরের বড় গ্রিল থাকার কারণে ভেতরে ঢুকতে পারেনি চিতাবাঘটি। ঘটনায় আহত হন চেন্নাই থেকে পরিবারের সঙ্গে ঘুরতে আসা ওই নারী পর্যটক। চিকিৎসার পর বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
ঘটনার ভিডিওটি সাংবাদিক এলিজাবেথ কুরিয়ান তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করার পর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করে বিভিন্ন মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘ভয়ঙ্কর! এ কারণে জঙ্গলে যেতে ভয় পাই।‘ আরেকজন মন্তব্য করেছেন, ‘কী দ্রুত, কী হিংস্র চিতাবাঘ! ভাগ্যিস বেঁচে গেছেন ওই নারী।‘