কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- ১৪ নভেম্বর ২০২৫, ২২:০৩
ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন হোসেন (২২) নামের এক যুবকের নিহত হয়েছে। এ ঘটনায় অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তালেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুমন কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আহত দুজন হলেন ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের শামীম হোসেনের ছেলে তৌকির আহমেদ ও পোড়াহাটি গ্রামের হানিফ কাজীর ছেলে জিহাদ হোসেন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, সুমন হোসেন মোটরসাইকেলে করে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালীগঞ্জ–কোটচাঁদপুর সড়কের তালেশ্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত দুই আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই সুমন হোসেনের মৃত্যু হয়। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোরে রেফার করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।