দিনাজপুরে ১৮ হাজার মানুষের মধ্যে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ ডা. জাহিদের
- ১৪ নভেম্বর ২০২৫, ১৯:০৭
দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুরে প্রায় ১৮ হাজার মানুষের মধ্যে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই বৃহৎ মেডিক্যাল ক্যাম্পে ১২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ২০ জন মেডিকেল টেকনোলজিস্ট সারাদিন সেবা দেন, যা এলাকায় স্বাস্থ্যসেবায় এক বিরল উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি বাংলাদেশের মানুষের দল। বিএনপির ইতিহাস হচ্ছে সব সময় মানুষের পাশে দাঁড়ানো। বিএনপি কখনো পালিয়ে যায় না অথবা ভয়ে আত্মসমর্পণও করে না।
এ সময় তিনি বলেন, ‘মানুষের দুঃখ, দুর্দশা লাঘবে আমরা অত্যন্ত সচেতন। সেই লক্ষ্যে বিএনপির তত্ত্বাবধানে এখানে বিভিন্ন পর্যায়ের ডাক্তারা এসে সেবা দিচ্ছেন। শুধু এখনই নয়, আগামীতেও এ ধারনের মেডিক্যাল ক্যাম্প ধারাবাহিক ভাবে বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুরে আয়োজন করব।’
এ সময় ডা. জাহিদ স্থানীয় মানুষদের কাছে বিএনপি চেয়ারপারসনের অসুস্থ বেগম খালেদ জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন নির্বিঘ্নে দেশে ফিরে মানুষের পাশে থাকতে পারেন সেজন্যও দোয়া করতে বলেন।
মেডিক্যাল ক্যাম্প ছাড়াও এদিন আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চার উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্প সফল করতে সাহায্য করেন।