অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৩৭, আবেদন শেষ আগামীকাল
- ১৪ নভেম্বর ২০২৫, ১৭:০১
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে (এসডিএফ)। প্রতিষ্ঠানটি ২৫ পদে ২৩৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২৯ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৫ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদনের সময়সীমা বিজ্ঞপ্তিতে ১৩ নভেম্বর পর্যন্ত উল্লেখ করা হয়েছিল, পরবর্তীতে এক বিজ্ঞপ্তি মাধ্যমে সেই সময়সীমা বাড়িয়ে ১৫ নভেম্বর করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ);
পদের নাম: ২৫টি পদ (এখানে ক্লিক করে দেখুন);
পদসংখ্যা: ২৩৭টি;
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী প্রাপ্য হবেন;
আরও পড়ুন: প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপে বিজ্ঞপ্তি, পদ ৪১৬৬, আবেদন যেভাবে
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;
প্রার্থীর বয়স: পদভেদে ৪০ থেকে ৫০ বছরের মধ্যে (১ অক্টোবর ২০২৫ তারিখে);
আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ২১৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১-১০ ও ১২-২১ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ২২-২৪ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ১১ ও ২৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১৫ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: এসডিএফের অফিশিয়াল ওয়েবসাইট