সড়ক দুর্ঘটনায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যু

মোহাম্মদ মুকসেদুল মুমিন
মোহাম্মদ মুকসেদুল মুমিন © সংগৃহীত ছবি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মুকসেদুল মুমিন রাব্বি মৌলভীবাজার থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় নিহত হন। শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার পপুলার হাসপাতালে আহত রাব্বিকে নিয়ে আসার পর চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

নিহত ব্যক্তি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৯১ ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী। নিজ বাড়ি ময়মনসিংহের ধলিয়ার ভালুকায় অবস্থিত। আসরের নামাজের পর নিজ বাড়িতে নিহতের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

জানা যায়, মৌলভীবাজার এলাকার এক বড় ভাইয়ের নতুন চাকরির হলে দেখা করতে ঢাকা থেকে বাসে মৌলভীবাজার পৌঁছান মোহাম্মদ মুকসেদুল মুমিন রাব্বি। একই সাথে ময়মনসিংহ নিহতের এলাকা থেকে দুই বাইকে আরও তিনজন পৌঁছায়। পরে একসাথে চাকরি পাওয়া বড় ভাইয়ের সাথে দেখা করে দুই বাইকে রাব্বি সহ চারজন ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়। আসার পথে আজ ভোর চারটার দিকে একটি বাইক দুর্ঘটনার সম্মুখীন হয়ে আহত অবস্থায় কিশোরগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাব্বি ও আরও একজন সহযাত্রীকে। অবস্থা গুরুতর হলে ওই হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে আসতে বলা হয়। পরবর্তীতে ঢাকা পপুলার হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মুকসেদুল মুমিন রাব্বিকে মৃত্যু ঘোষণা করেন। নিহত রাব্বির বাইকের পিছনে বসা আরও এক ব্যক্তি আহত অবস্থায় পপুলার হাসপাতালে ভর্তি রয়েছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মুকসেদুল মুমিন রাব্বির আকস্মিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবরে তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। জুম্মার নামাজের পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদে নিহত সাবেক শিক্ষার্থীর জন্য দোয়া করা হয়।