কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ যুবক আটক

মো. রায়হান
মো. রায়হান © সংগৃহীত ছবি

পটুয়াখালীর কুয়াকাটায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মো. রায়হান (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে কুয়াকাটা পর্যটন এলাকার আবাসিক হোটেল মারমেইড প্যালেস–এর পাশের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ।

মহিপুর থানার তথ্য অনুযায়ী, গোপন সংবাদের সূত্র ধরে পুলিশ ওই এলাকায় আগে থেকেই নজরদারি চালাচ্ছিল। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে রায়হানকে থামতে বলা হলে তিনি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। মুহূর্তেই পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

আটক রায়হান কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের বাসিন্দা মো. নুর আলম হাওলাদারের ছেলে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়হানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত এলাকা গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’