রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

আর্জেন্টিনা ফুটবল দল
আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটা শুরু হবে।

ল্যাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই শেষ হয়েছে অনেক আগে। তাই বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি নিতে প্রীতি ম্যাচ খেলছে আজেন্টিনা। ২০২৫ সালে স্কালোনির দলের শেষ ম্যাচ এটি। এই ম্যাচের আগে স্পেনে ক্যাম্প করেছে লিওনেল মেসির দল।

অ্যাঙ্গোলা বিপক্ষে হট ফেভারিট হিসেবেই মাঠে নামবে মেসিরা। তবে ভ্যাকসিন জটিলতায় এই ম্যাচ মিস করছেন হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে ও নাহুয়েল মোলিনা।

সবশেষ কয়েক ম্যাচে মেসি আর্জেন্টিনা স্কোয়াডে থাকলেও খেলেননি মূল একাদশে। তবে অ্যাঙ্গোলা ম্যাচে মেসিকে দেখা যেতে পারের শুরুর একাদশে। ধারণা করা হচ্ছে, এই ম্যাচে ম্যাক অ্যালিস্টারের ভাই কেভিন ম্যাক অ্যালিস্টারের আন্তর্জাতিক অভিষেক হতে পারে। তবে চোট থেকে ফেরা লিসান্দ্রো মার্টিনেজ দলে যোগ দিলেও তিনি শুধু অনুশীলন করবেন।

খেলা দেখবেন যেভাবে:

আর্জেন্টিনার ম্যাচটি একাধিক অনলাইন প্লাটফর্ম থেকে দেখা যাবে। গুগল থেকে sportzfy অ্যাপ টি ডাউনলোড করে ইনেস্টাল করে খুব সহজে এই খেলা টি দেখা যাবে।

 এছাড়াও ভারতে সম্প্রচারকারী Sony Sports Network খেলাটি সরাসরি দেখা যাবে। এছাড়াও SonyLIV খেলাটি দেখা যাবে।