প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে ১২-দলীয় জোট
- ১৩ নভেম্বর ২০২৫, ১৭:০০
জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে তাঁরা বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হবে বলে যে ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দিয়েছেন, তা অত্যন্ত সময়োপযোগী এবং বাস্তবধর্মী পদক্ষেপ ।
দেশের সাধারণ জনগণ প্রধান উপদেষ্টার এ ঘোষণায় উৎফুল্ল হয়েছেন। এর মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছিল তা কেটে গেছে।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তালা, ৫ নিরাপত্তা প্রহরী বরখাস্ত
আমরা বিশ্বাস করি, দেশের সকল রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার এই ঘোষনার পর আর কোনো নতুন দাবি উত্থাপন না করে পুরোপুরি নির্বাচনী কর্মকাণ্ডে নিয়োজিত হবেন। তাঁরা বলেন, জাতীয় নির্বাচনে পাশাপাশি একইদিন গণভোট করার সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ।