ইসলামিক গেমসে টিটির ফাইনালে বাংলাদেশ
- ১৩ নভেম্বর ২০২৫, ১৬:২৮
সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসের মিশ্র দ্বৈত বিভাগে ইতিহাস গড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সেমিফাইনালে বাহরাইনকে ৩-১ সেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে খৈ খৈ সাই মারমা ও জাভেদ আহমেদের জুটি। একই দিন বাংলাদেশ সময় রাত ৮টায় তুরস্কের বিপক্ষে হবে তাদের ফাইনাল লড়াই।
সেমিফাইনালে প্রথম গেমে ১৩-১১ পয়েন্টে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় গেমে ১১-৭ পয়েন্টে সমতা ফেরায় বাহরাইন। তবে তৃতীয় গেমে ১২-১০ পয়েন্টে আবার এগিয়ে যায় বাংলাদেশ, আর চতুর্থ গেমে ১১-৩ পয়েন্টে দারুণ জয় পেয়ে ম্যাচ জিতে নেয় জাভেদ-খৈ খৈ জুটি।
ইসলামিক গেমসে টেবিল টেনিসে বাংলাদেশের প্রথম পদক অর্জন এটি। দক্ষিণ এশিয়ার বাইরেও বাংলাদেশের টেবিল টেনিসে প্রথম পদক এটি। সেমিফাইনালে পৌঁছেই ব্রোঞ্জ নিশ্চিত হয়েছিল; ফাইনালে উঠে বাংলাদেশ নিশ্চিত করেছে রৌপ্য পদক।
এবারের আসরে টেবিল টেনিস ছাড়াও ভারোত্তোলনে পদক এসেছে বাংলাদেশের ঝুলিতে। ভারোত্তোলক মারজিয়া আক্তার ইকরা স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক এবং মোট তিন বিভাগে তিনটি ব্রোঞ্জ জিতেছেন। সব মিলিয়ে এবার ইসলামিক গেমসে বাংলাদেশের পদকের সংখ্যা দাঁড়িয়েছে চারটি।