পেট্রলবোমা তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩ নেতা আটক

পুলিশের হাতে আটক তিন
পুলিশের হাতে আটক তিন © টিডিসি ফটো

গাজীপুরের জয়দেবপুর উপজেলার বানিয়ারচালা এলাকায় পেট্রলবোমা তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান আহম্মেদ (২৪), দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহম্মেদ (৩২)। তারা তিনজনই ওই ইউনিয়নের বানিয়ারচালা গ্রামের বাসিন্দা।

জানা যায়, রাতে স্থানীয়রা সন্দেহজনকভাবে তিন যুবককে একটি নির্জন স্থানে বোতল ও দাহ্য পদার্থ নিয়ে ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের এই তিন নেতা যানবাহনে পেট্রলবোমা নিক্ষেপের উদ্দেশ্যে বোমা তৈরি করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা সম্ভব হয়েছে।'

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে পেট্রলবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।