পুরান ঢাকায় লকডাউন কর্মসূচি পালন করতে এসে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সূত্রাপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি সিফাত হোসেন সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্রাপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি সিফাত হোসেন সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। © টিডিসি

পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন সূত্রাপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি সিফাত হোসেন সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। লকডাউন কর্মসূচি পালন করতে এসে গ্রেপ্তার হন তিনি। 

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে সন্দেহ জনকভাবে তকে আটক করে পুলিশ। পরে সূত্রাপুর থানা পুলিশের একটি টিম তাকে তল্লাশি করে গ্রেপ্তার করে।

তিনি নিষিদ্ধ সংগঠন সূত্রাপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ওই ছাত্রলীগ নেতা সূত্রাপুরের বানিয়া নগর এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘একজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে মামলা আছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’