বিভিন্ন দেশের গভর্নরদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠক

বিভিন্ন দেশের গভর্নরদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠক
বিভিন্ন দেশের গভর্নরদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠক © সংগৃহীত

বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস (বিআইএস) ও মনিটারি অথরিটি অব সিঙ্গাপুর এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। 

স্থানীয় সময় বুধবার সিঙ্গাপুরে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। আহসান এইচ মনসুর বর্তমানে সিঙ্গাপুরে অবস্থা করছেন।

বৈঠকে ফিনান্সিয়াল টেকনোলজি এবং পেমেন্ট সার্ভিসসমূহের অগ্রগতি, পলিসিসহ নানা বিষয়ে আলোচনা হয়