ছিনতাইকারীর কবলে পড়ে সব হারাল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মুহম্মদ জাকারিয়া মাসুম
দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মুহম্মদ জাকারিয়া মাসুম © সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ৬০তম ব্যাচের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মুহম্মদ জাকারিয়া মাসুম ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তার মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে। শিক্ষার আলো খুঁজতে সংগ্রামরত এই শিক্ষার্থীর জীবন এখন থমকে গেছে একদল ছিনতাইকারীর হাতে সব হারিয়ে।

সোমবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ থেকে কাজ শেষে রিকশাযোগে ময়মনসিংহ টাউন হল এলাকায় পৌঁছান মাসুম। এ সময় ৪-৫ জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। দৃষ্টিহীনতার সুযোগ নিয়ে তারা তার ওপর নির্মমভাবে হামলা চালায়। মাসুমের ধারণা, রিকশাচালকেরও এতে যোগসাজশ ছিল।

ছিনতাইকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। মাসুম বলেন, 'এটি শুধু একটি ফোন ছিল না, এটি ছিল আমার চোখ, আমার শিক্ষকের কণ্ঠস্বর। এতে ছিল আমার সব একাডেমিক রেকর্ডিং, পাঠ্যবইয়ের অডিও ভার্সন ও প্রয়োজনীয় তথ্য। এই ডিভাইস হারানোয় আমার পড়াশোনা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।'

তিনি আরও জানান, ছিনতাইকারীরা তাকে জিম্মি করে মোবাইলের পিন কোড আদায় করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ১৭ হাজার টাকা তুলে নেয়। এই টাকাই ছিল তার ক্ষুদ্র রিচার্জ ব্যবসার পুঁজি।

অশ্রুসিক্ত কণ্ঠে মাসুম বলেন, 'আমি এখন একেবারে নিঃস্ব। প্রশাসন চাইলে আমার জীবন-সহায়ক মোবাইলটি উদ্ধার করতে পারে। না হলে নতুন ডিভাইস কেনা আমার পক্ষে সম্ভব নয়।'

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, 'ঘটনার বিষয়ে অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে সর্বাত্মক সহযোগিতা করব।'