উচ্চতর স্কেল পাচ্ছেন ১৯০৪ জন, বিএড কতজন?

মাউশি লোগো
মাউশি লোগো © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজের ১ হাজার ৯০৪ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড প্রদানের অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর মধ্যে স্কুলের ১ হাজার ৫২৬ জন এবং কলেজের ৩৭৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) মাউশির অক্টোবর মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রফেসর বি. এম. আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ মাউশির নয়টি অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ২৭, চট্টগ্রামের ৯৩, কুমিল্লার ১৫৫, ঢাকার ২৬৬, খুলনার ৩৫৬, ময়মনসিংহের ২৩, রাজশাহীর ২৮, রংপুরের ৪৪৭ এবং সিলেটের ১৩১ জন রয়েছেন।

অন্যদিকে, কলেজ পর্যায়ের উচ্চতর গ্রেডপ্রাপ্তদের মধ্যে বরিশাল অঞ্চলের ৩, চট্টগ্রামের ১৭, কুমিল্লার ১৬, ঢাকার ৪৮, খুলনার ৭৫, ময়মনসিংহের ১১, রাজশাহীর ১৯২ এবং সিলেটের ১৬ জন শিক্ষক-কর্মচারী আছেন। তবে রংপুর অঞ্চলের কেউ এ তালিকায় স্থান পাননি।

এ ছাড়া, বিভিন্ন বেসরকারি স্কুলের ১৪৫ জন শিক্ষককে বিএড স্কেল প্রদানের সিদ্ধান্তও নেয়া হয়েছে। এর মধ্যে বরিশাল অঞ্চলের ২৪, চট্টগ্রামের ১৭, কুমিল্লার ১৫, ঢাকার ১৭, খুলনার ৩০, ময়মনসিংহের ১৪, রংপুরের ২৪ এবং সিলেট অঞ্চলের ৪ জন শিক্ষক রয়েছেন।