মধ্য রাতে ছাত্রশিবির তা’মীরুল মিল্লাত শাখার বিক্ষোভ, আওয়ামী লীগকে হুঁশিয়ারি

ছাত্রশিবির তা’মীরুল মিল্লাত শাখার বিক্ষোভ
ছাত্রশিবির তা’মীরুল মিল্লাত শাখার বিক্ষোভ © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে গভীর রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (টঙ্গী শাখা) আয়োজিত এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের ‘নাশকতা’ মোকাবিলায় এ মিছিল থেকে দলটিকে হুঁশিয়ারি জানানো হয়।
 
বুধবার (১২ নভেম্বর) রাত ১২টায় মাদ্রাসার শহীদ নাসির গেইট থেকে শুরু হওয়া মিছিলটি শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অতিক্রম করে টঙ্গী সরকারি কলেজ গেইট হয়ে দারুল ইসলাম ট্রাস্টের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে ছাত্রশিবিরের পাশাপাশি জামায়াতে ইসলামী নেতাকর্মীরাও অংশ নেন। এতে টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির নজরুল ইসলাম, ৫৪ নম্বর ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী নেয়ামত উল্লাহ এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আফিফ হাসান ইয়াকুবসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশিবির তা'মীরুল মিল্লাত শাখার দপ্তর সম্পাদক মঈনুল ইসলামের সঞ্চলনায় সেক্রেটারি সাঈদুল ইসলাম বক্তব্য রাখেন এবং টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তব্যে সাঈদুল ইসলাম বলেন, “আওয়ামী লীগের কোনো নাশকতা সফল হতে পারবে না ইনশাআল্লাহ। লীগ পেলেই সাথে সাথে জেলে দেওয়া হবে। ভারতে বসে স্বাধীন শান্ত বাংলাকে অশান্ত করার সুযোগ দেওয়া হবে না।”

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা “লীগ ধর, জেলে ভর” স্লোগানে টঙ্গী এলাকার বিভিন্ন সড়ক মুখরিত করে তোলেন।