১৩ নভেম্বর ঘিরে নাশকতার চেষ্টা, আবুজর গিফারী কলেজের শিক্ষক রুহুল কুদ্দুস গ্রেপ্তার

মো. রুহুল কুদ্দুস
মো. রুহুল কুদ্দুস © টিডিসি সম্পাদিত

১৩ নভেম্বর ঘিরে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃতদের একজন মো. রুহুল কুদ্দুস (৫৮)। পুলিশ বলছে, তিনি রমনা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তাছাড়া গ্রেপ্তারকৃত রুহুল কুদ্দুস ঢাকার মালিবাগের আবুজর গিফারী কলেজে শিক্ষকতা করছেন। তিনি কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক বলে জানিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির একাধিক সূত্র।

জানতে চাইলে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওয়াহিদ উজ জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সমাজকর্ম বিভাগের এক শিক্ষকের মাধ্যমে উনার (মো. রুহুল কুদ্দুস) পরিবার থেকে গ্রেপ্তারের খবর পেয়েছি আমরা। এখন কলেজের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরীর সঙ্গে পরামর্শ করে তার বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেব।

আরও পড়ুন: আওয়ামীপন্থী ও নানা অনিয়মে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে বিপাকে সভাপতি

জানা গেছে, সরকারি, আধা সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের এরকম অপরাধে জড়িয়ে কেউ গ্রেপ্তার হলে অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করা হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে। গ্রেপ্তারকৃত মো. রুহুল কুদ্দুসকেও সাময়িক বহিষ্কার করা হতে পারে বলে কলেজটির একটি সূত্র জানিয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, গত মে মাসে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে আওয়ামীপন্থী ও নানা অনিয়মে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে বিপাকে পড়েছিলেন কলেজের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী। সেখানে আওয়ামীপন্থী শিক্ষকদের নেতৃত্বের সামনের সারিতে ছিলেন মো. রুহুল কুদ্দুস। অবশেষে তাকে বুধবার নাশকতার চেষ্টায় গ্রেপ্তার করে পুলিশ।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান  জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার বিভিন্ন স্থান থেকে এই ৪৪ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ডিবির ওয়ারী, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরা ও সাইবার ক্রাইম বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারেরা কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।