চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ নারী গ্রেপ্তার
- ১২ নভেম্বর ২০২৫, ১৮:৩৬
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে হেরোইনসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা কার্যালয়ের কর্মকর্তারা। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে সদর মডেল থানার রামকৃষ্টপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি জানিয়েছে, আটক মোসা. তানিয়া খাতুন (৩১) ওই এলাকার মো. মোস্তাফিজুর রহমানের স্ত্রী। অভিযানে তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকবিরোধী এই অভিযান নিয়মিতভাবে চলবে।