নেত্রকোনায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি
গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা থেকে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে পৌর শহরের স্টেশন রোড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় তাদের আটক করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকার অন্তু সাঁওতাল (২৫) ও মো. আব্দুল করিম (১৮)।

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রবিউল আওয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর শহরের স্টেশন রোড এলাকায় সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় যাত্রীবেশে থাকা ওই দুই যুবকের ব্যাগ থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, গাঁজাসহ আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।