সেঞ্চুরি খরায় অনাকাঙ্ক্ষিত রেকর্ডে কোহলির পাশে বাবর
- ১২ নভেম্বর ২০২৫, ১৭:৩৩
বাবর আজম আর বিরাট কোহলির মধ্যে কে সেরা—এই বিতর্ক ক্রিকেট দুনিয়ায় নতুন কিছু নয়। একসময়ে দুজনেরই রেকর্ডভাঙার লড়াই ছিল ভক্তদের কাছে রোমাঞ্চের উৎস। তবে এবারও কোহলির রেকর্ড ছুঁলেন বাবর, কিন্তু তা এক অনাকাঙ্ক্ষিত কারণে।
মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ বল খেলে মাত্র ২৯ রান করেন বাবর। ওয়ানিন্দু হাসারাঙ্গার বল তার ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে স্টাম্পে আঘাত করলে ২৪তম ওভারে সাজঘরে ফেরেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। যদিও শেষ পর্যন্ত জয় পায় দল, কিন্তু বাবরের ধারাবাহিক ব্যর্থতা পাকিস্তানের জন্য চিন্তার কারণ হয়ে উঠছে।
এ ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৮৩ ইনিংস হয়ে গেল, সেঞ্চুরির দেখা নেই বাবরের ব্যাটে। সর্বশেষ তিন অঙ্কের ইনিংসটি এসেছিল ২০২৩ সালের এশিয়া কাপে নেপালের বিপক্ষে, মানে প্রায় ৮০০ দিন আগে। এভাবে সেঞ্চুরি ছাড়াই সবচেয়ে বেশি ইনিংস খেলার তালিকায় বিরাট কোহলির পাশে জায়গা করে নিলেন তিনি। ৮৮ ইনিংস নিয়ে এশিয়ান ব্যাটারদের মধ্যে এই রেকর্ডটি সনৎ জয়াসুরিয়ার দখলে।
ওই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। সালমান আগার সেঞ্চুরিতে ২৯৯ রান তোলে পাকিস্তান। জবাবে হারিস রউফের আগুনে বোলিংয়ে ২৯৩ রানে থামে লঙ্কানদের ইনিংস। ফলে ৬ রানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।